Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি

 

   জনগনের ডোরগোড়ায় সেবা  পোছে দেওয়ার জন্য 

    ইউআইএসসি সব সময় কাজ করে যাচ্ছে।

ইউআইএসসি কি ?

১। ইউআইএসসি হলে ইউনিয়ন পরিষদ ভিত্তিক একটি অত্যাধুনিক তথ্যকেন্দ্র। স্থানীয় জনগণ সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই তথ্য কেন্দ্র থেকে অবাধে উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে জীবিকা ভিত্তিক তথ্য ও সেবা সংগ্রহ করতে পারবে।

২। ইউআইএসসি হলো একটি ‘‘পাবলিক সার্বিস ডেলিভারী চ্যানেল’’ । অর্থ্যাৎ স্থানীয় জনগোষ্ঠি ইউআইএসসির মাধ্যমে সরকারী সকল তথ্য ও সেবা দ্রুত ও সহজে পেতে সক্ষম হবে।

৩। পর্যায়ক্রমে ইউআইএসসি হয়ে উঠবে ‘‘ ওয়ান স্টপ সপ ’’ যেখানে সরকারী বেসরকারী সকল তথ্য সেবা পাওয়ার সুযোগ সহ ধাপে ধাপে তা হয়ে উঠবে একটি স্থানীয় জ্ঞানভান্ডার।

৪। ইউআইএসসির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং তা পরিচালনার দায়িত্ব ইউনিয়ন পরিষদ ও স্থানীয় দুই জন উদ্যোক্তার।

৫। ইউআইএসসি সুষ্ঠভাবে পরিচালনার জন্যজনঅংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ইউআইএসসি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

৬। এককথায় ইউআইএসসি হলো ‘সরকারী-বেসরকারী-জনগণ-এর অংশীদারিত্বমূলক’ একটি প্রতিষ্ঠান।