Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ২জন রয়েছে

 এরা কৃষি তথ্য প্রদান করে।

ইউনিয়ন ভূমি অফিস মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বনিম্ন পর্যায়ের অফিস। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এ অফিস হতে আরম্ভ হয় এবং ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারের যাবতীয় প্রকল্প এ অফিস হতে বাস্তবায়িত হয়। সরকারী সম্পত্তির ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারী ও জমা খারিজ, কৃষি ও অকৃষি খাসজমি বন্দোবস্ত, দেওয়ানী মামলার জবাব প্রদান প্রভৃতি এ অফিসের কার্যক্রমের আওতাভূক্ত।

 

কি সেবা কিভাবে পাবেন

 

কি কি সেবা দেয়া হয়

কিভাবে দেয়া হয়

(১) নামজারী, জমাভাগ, জমা একত্রকরণ, জমা খারিজসহ রেকর্ড হালকরন।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

(২) ভূমি উন্নয়ন কর আদায়।

সরাসরি রায়তীর কাছ থেকে দাখিলার মাধ্যমে।

(৩) খাস জমি রক্ষণাবেক্ষণ, চিহ্নিতকরণ ও বন্দোবস্ত প্রদান

সরকারি নির্দেশ মোতাবেক আবেদনের প্রেক্ষিতে।

(৪) পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

(৫) বাজার পেরিফেরি নির্ধারণ।

সরকারি নির্দেশ মোতাবেক।

(৬) জলমহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা।

সরকারি নির্দেশ মোতাবেক।

(৭) বালুমহাল ব্যবস্থাপনা।

সরকারি নির্দেশ মোতাবেক।

(৮) জরীপ সংক্রান্ত ভুল সংশোধন।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

(৯) সার্টিফিকেট মামলা পরিচালনা।

সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে।

(১০) দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্ব করণ।

আইন ও বিধি অনুসারে।

(১১) খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ।

সরকারি নির্দেশ মোতাবেক।

(১২) নদী সিকস্তি ও পয়স্তি জমির ব্যবস্থাপনা

আইন ও বিধি অনুসারে।

(১৩) আদর্শগ্রাম প্রকল্প/আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন

সরকারি নির্দেশ মোতাবেক।

(১৪) পিও ৯৬ ও ৯৮ এর অধ্যাদেশের আলোকে এবং ভূমি সংস্কারক অধ্যাদেশ ১৯৮৪ এর বাস্তবায়ন।

সরকারি নির্দেশ মোতাবেক।